Ad Code

English Entire: Today a reader, tomorrow a leader

অনলাইনে ইংরেজি শেখা



ইংরেজি শেখাটা জরুরি_এ কথা সবাই মানেনঘরে বসেই অনলাইনে শিখে ফেলতে পারেন ইংরেজিকায়দাটা জানিয়ে দিচ্ছেন হাবিবুর রহমান তারেক
'শিক্ষার্থীদের শেখার জায়গা যদি হয় ক্লাসরুম, তাহলে পেশাজীবী কিংবা ব্যবসায়ীদের শেখার জায়গা কোথায়?' উত্তরে অনলাইনের কথাই আসবে আগেঅনলাইনে শিক্ষামূলক অনেক বিষয় থাকেইংরেজি শেখারও সুযোগ আছেপেশাজীবী কিংবা ব্যবসায়ীরাই শুধু নয়, শিক্ষার্থীরাও এর সুফল পাবেনব্যাকরণ, উচ্চারণ রীতি, কথোপকথন, ভোকাবুলারি, ফোনেটিক্স, বেসিক ইংলিশ, বিজনেস ইংলিশ, আইইএলটিএস, টোফেল, ইএসএল, ইএসওএল,  ইএফএল, ইএসপি দিয়ে সমৃদ্ধ অনলাইনের ইংরেজি জগৎতা ছাড়া ইংরেজি ভাষা শেখার সহায়ক ই-বই, লেসন, অডিও, মুভিসহ অনেক রিসোর্স পাওয়া যাবে অনলাইনেবিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে সাজানো হয়েছে বিভিন্ন ওয়েবসাইট


ইংরেজি ব্যাকরণ
ব্যাকরণ শেখার সহজ উপায়সহ বিভিন্ন নির্দেশনা রয়েছে ইংরেজি শেখার সাইটগুলোতে। সহজে ইংরেজি ব্যাকরণ শেখা যাবে এমন কিছু ওয়েবসাইটের ঠিকানা_
www.bbc.co.uk/worldservice/learningenglish
www.ego4u.com
www.englishpage.com
www.learnenglish.de 
www.englishgrammar101.com www.nonstopenglish.com
www.englishgrammarsecrets.com
www.learnenglish.org.uk
www.elearnenglishlanguage.com

আইইএলটিএসের প্রস্তুতি অনলাইনে
অনলাইনে আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতি এবং ভালো স্কোর পেতে সহায়ক হবে এমন সব তথ্য দিয়ে সাজানো হয়েছে বেশ কিছু ওয়েবসাইট। রাইটিং, রিডিং, স্পিকিংয়ের ওপর বিশদ ধারণা, লেসন, অডিও টিউটোরিয়ালসহ প্রয়োজনীয় সব কিছুই যুক্ত করা হয়েছে সাইটগুলোতে। আইইএলটিএস প্রস্ততিতে সহায়ক হবে এমন কিছু ওয়েবসাইটের ঠিকানা-
www.britishcouncil.org/professionals-exams-ielts-intro.htm
www.ielts-exam.net
www.ielts.studyau.com
www.candidates.cambridgeesol.org/cs
www.cross-link.com/ielts-tutor.html
www.uefap.co.uk

ভোকাবুলারি বাড়াতে
ভোকাবুলারি ভালো হলে ইংরেজির ব্যবহার অনেক সহজ হয়ে যায়। ভোকাবুলারি শিখতে ভিজিট করুন এসব ওয়েবসাইটে_
www.myvocabulary.com
www.learnenglish.de/vocabpage
www.vocabulary.co.il
www.vocabulary.com

শুদ্ধ ইংরেজিতে কথোপকথন
ঘরে বসেই যাঁরা ইংরেজিতে কথা বলার চর্চা করতে চান তাঁদের জন্য ইন্টারনেট সংযোগই যথেষ্ট। টিউটোরিয়াল সাইটগুলোতে শুদ্ধ কথোপকথন শেখার কৌশল ও দিকনির্দেশনার পাশাপাশি শুনে শেখার জন্য রয়েছে অসংখ্য অডিও ফাইল।
এমনই একটি ওয়েবসাইট হচ্ছে- www.audioenglish.net। সাইটটিতে আড়াই হাজারের বেশি অডিও ফাইল রয়েছে। ইংরেজিতে দক্ষতা যাচাই করারও অপশন আছে সাইটটিতে। আরো কিছু ওয়েবসাইটের ঠিকানা-
www.audioenglish.net
www.focusenglish.com
www.englishcommunications.com
www.teachingenglish.org.uk
www.yourenglishonline.com

বাংলা ভাষায় ইংরেজি শিক্ষা
ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) বাংলাভাষীদের ইংরেজি শেখার সহায়ক একটি ওয়েবসাইট তৈরি করেছে। 'বিবিসি জানালা' নামের ওয়েবসাইটটিতে ইংরেজিতে কথা বলার কলাকৌশল, শব্দভাণ্ডার, উচ্চারণরীতিসহ ইংরেজি শেখার প্রয়োজনীয় সব কিছুই আছে।
চাকরি কিংবা ব্যবসায়িক ক্ষেত্রে ইংরেজিতে সরাসরি এবং ফোনে কথা বলা শেখার লেসন যুক্ত করা হয়েছে বিবিসি জানালায়।
অডিও শুনেও শেখা যাবে। বিবিসি জানালার ওয়েব ঠিকানা
www.bbcjanala.com
সঠিকভাবে লিখতে শিখুন
লেখায় বিরাম চিহ্নের ব্যবহারসহ রচনা, বিজনেস লেটার, প্রেজেন্টেশন ও বায়োডাটা লেখার সঠিক নিয়ম-কানুন জানা যাবে এই ওয়েবলিংক থেকে_www.bbcjanala.com

বর্তমান যুগে চিঠি লেখার ভাষায় বাংলার পরিবর্তে জায়গা করে নিয়েছে ইংরেজি। ব্যবসায়িক, অফিশিয়াল, একাডেমিক ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে চিঠি লেখার প্রয়োজন পড়ে। স্থান-কাল ও বিষয়ের ভিন্নতায় চিঠির ধরনও ভিন্ন হয়। চিঠি লেখার এসব ধরন শিখে নিতে বেগ পেতে হবে না যদি ভিজিট করেন এই ওয়েবসাইটে_www.ego4u.com/en/cram-up/writing
তা ছাড়া সাইটটিতে আরো আছে চাকরির আবেদন, সাধারণ ই-মেইল, বিজনেস ই-মেইল, অভিযোগপত্র এবং সংবাদপত্রে ইংরেজিতে লেখার নিয়ম-কানুন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা।

শিশুদের জন্য ইংরেজি
শুধু যে বড়দের ইংরেজি শেখার সুযোগ রয়েছে তা কিন্তু নয়, ছোটদের ইংরেজি শেখা অনেক সহজ করে দিয়েছে অনলাইন। কিন্ডারগার্টেনসহ বিভিন্ন শ্রেণী বা গ্রেডের শিক্ষার্থীরা সহজেই ইংরেজি শিখতে পারবে এই ওয়েবসাইটগুলো থেকে-
www.e-learningforkids.org
www.bbc.co.uk/learning/subjects/childrens-learning.shtml
www.britishcouncil.org/kids.htm
www.english-4kids.com

Source: http://dailykalerkantho.com



Post a Comment

0 Comments