Ad Code

English Entire: Today a reader, tomorrow a leader

খানদানি ইংরেজি শেখা


ছাত্রজীবন, কর্মজীবন- সব জীবনেই সুন্দর ইংরেজী জানাটা আবশ্যক। দুঃখের বিষয়, বাংলাদেশের শিক্ষা ব্যাবস্থা ইংরেজি শিক্ষাদানে ব্যর্থ। তাই সহজে ইংরেজি শেখার একটি পথ বাতলে দিচ্ছি। এর জন্য আপনার লাগবে সর্বনিম্ম ৩০০০ টাকা। * প্রথমেই আপনার ব্যাকরণ শক্ত করতে হবে। বাজার থেকে British কিনবা বাংলাদেশী English Grammar বই কিনুন। ছাত্র জীবনে যে সব বই পড়েছিলেন, সেগুলোতে একটু চোখ বুলোতে পারেন। * Grammar টি ভাল ভাবে শেখার পর এখন আপনাকে আপনার শব্দ-ভান্ডার সমৃদ্ধ করতে হবে। এর জন্য একটি Digital Dictionary কিনুন। যেকোন electronics shop এ পেয়ে যাবেন। নাহলে Bashundhara City তে খুজতে পারেন। ৩০০০ টাকা এর মত পড়বে, আরও কম পড়তে পারে। এরপর থেকে English বই পড়া শুরু করুন। At least, সাপ্তাহিক The Star Magazine পড়ুন। কঠিন শব্দ দেখলে ঘাবরাবেননা। কোন অপরিচিত শব্দ পেলেই Digital Dictionary টি use করবেন। সময়ের সাথে আলসেমি ছাড়াই ইংরেজি শিখে যাবেন। 

Source: দাদা তপন, www.amarblog.com





Post a Comment

0 Comments