সুপ্রিয় পাঠক,
আমাদের লক্ষ্য হলো ইংরেজি ভাষার প্রতি সাধারণ মানুষের অমূলক ভীতি দূর করা ও এই ভাষায় ব্যুৎপত্তি অর্জন করা। আর তা অর্জন করতে হলে আপনাকে কিছু অভ্যাস পরিবর্তন ও কিছু অভ্যাস স্বভাবে পরিণত করতে হবে। আপনাকে যা যা করতে হবে_
১. ইংরেজিকে মোটেও ভয় পাওয়া যাবে না।
২. মনে রাখতে হবে এটা পৃথিবীর সহজতম ভাষা, তাই সহজেই শেখা যায়।
৩. ইংরেজি পত্রিকা ও ম্যাগাজিন পড়ার অভ্যাস করতে হবে। শুরুতে ইংরেজি পত্রিকার শিরোনামের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখুন। পরবর্তীতে ইংরেজি প্রতিবেদন পড়ার অভ্যাস গড়ে তুলুন।
৪. নিয়মিত ইংরেজি সংবাদ শুনন। সাবটাইটেলসহ ইংরেজি সিনেমা দেখার অভ্যাস গড়ে তুলুন।
৫. বন্ধু, সহকর্মীদের সঙ্গে ইংরেজিতে কথা বলার চেষ্টা করুন।
ইংরেজি শিক্ষার প্রথম ধাপ হলো_'Sentence' বা বাক্য। আজ আমরা 'Sentence' নিয়ে আলোচনা করব।
'Sentence' এর মূল অংশ হলো দুটি। ১. Subject, ২. Predicate.
উদাহরণ : Mr. Hasan teach us English.
১. Subject ২. Predicate
Predicate-এ তিনটি কোনো অংশে নেই। কিন্তু Predicate-এ তিনটি অংশ থাকে_
Predicate
১. Verb ২. Object
৩. Extension
মনে রাখবেন,verb হলো একটি Sentence এর সবচেয়ে প্রয়োজনীয় অঙ্গ। verb ছাড়া কোনো Sentence হয় না। বিধায়verb is treated as the soul of a sentence অর্থাৎ verb কে Wentence এর 'প্রাণ' বলা হয়। আপনি Subject ব্যতীত Sentence তৈরি করতে পারবেন। Predicate ব্যতীতও Sentence তৈরি করতে পারবেন। কিন্তু চেষ্টা করুন verb ছাড়া Sentence তৈরি করতে পারেন কিনা।
এ তো গেল Sentence এর ভেতরকার বর্ণনা। এবার আসুন Sentence এর প্রকারভেদ নিয়ে আলোচনা করি।
ধরুন আপনাকে কেউ প্রশ্ন করল Sentence কত প্রকার? কী উত্তর দেবেন? ৩ প্রকার না ৫ প্রকার?
বেশিরভাগ মানুষ এ ব্যাপারে confused. কেউ বলে ৩ প্রকার, কেউ বলে ৫ প্রকার। তাহলে কোনটি সঠিক?
আসুন এ বিষয়ে পরিষ্কার ধারণা লাভ করি :
Structure বা গঠন অনুযায়ী Sentence ৩ প্রকার। যথা_
১. Simple Sentence (সরল বাক্য)
২. Compound Sentence (যৌগিক বাক্য)
৩. Complex Sentence (জটিল বাক্য)
আর অর্থানুসারে Sentence পাঁচ প্রকার। যথা_
১. Assertive Sentence (বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য)
২. Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য)
৩. Imperative Sentence (অনুজ্ঞাসূচক বাক্য)
৪. Operative Sentence (ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য)
৫. Exclamatory (আবেগ, বিস্ময়, আনন্দ ও দুঃখ প্রকাশক বাক্য)
সহজে ইংরেজি শিখুন-2
আমাদের আজকের পাঠ Sentence Analysis বা বাক্য বিশ্লেষণ। পূর্ব আলোচনায় বলা হয়েছিল Sentence-এর প্রকারভেদ সম্পর্কে। Structure বা গঠন অনুসারে Sentence তিন প্রকার। এই তিন প্রকার Sentence বুঝতে হলে English Grammar-এর অন্য একটি Topic বা Term-Clause বা বাক্যাংশ সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। তাহলে আসুন জেনে নেই Clause সম্পর্কে। Clause-এর বাংলা অর্থ বাক্যাংশ অর্থাৎ বাক্যের বা Sentence-এর অংশকে Clause বলে। তবে শর্ত হলো এই অংশের মধ্যে ১টি Subject ও একটি verb থাকতে হবে। যেমন : Onindo likes milk and Ononna likes coffee. এখানে দুটি Clause আছে। প্রথমটি হলো Onindo likes milk এবং দ্বিতীয়টি হলো Ononna likes coffee. প্রথমটিতে Onindo subject এবং like verb. দ্বিতীয় Sentence টিতে Ononna subject like verb. দুটি Clause-কে and দ্বারা যুক্ত করে একটি বাক্য তৈরি করা হয়েছে। আশা করি Clause-এর ওপর একটি স্বচ্ছ ধারণা পাওয়া গেছে। এখন আসি মূল আলোচনায় অর্থাৎ Sentence-এর প্রকারভেদে : প্রথমে বিশ্লেষণ করছি Structure বা গঠন অনুসারে Sentence সম্পর্কে। ১. Simple Sentence (সরল বা সাধারণ বাক্য) : যে Sentence-এ একটি মাত্র Clause থাকে তাকে Simple Sentence বলে। যেমন : Onindo recited a poem very nicely. লক্ষ্য করুন একটি মাত্র Clause যেখানে একটি Subject Onindo ও একটি মাত্র Verb - recite ব্যবহৃত হয়েছে। ২. Compound Sentence (যৌগিক বাক্য) : Compound Sentence-এ দুটি Clause থাকে এবং এই দুটি Clause and, but ও or এই তিনটি Conjunction দ্বারা যুক্ত থাকে। যেমন : Mahi wants to go to America but Onindo wants to go to England. প্রথম Clause টি হলো Mahi wants to go America. দ্বিতীয় Clauseটি হলো Onindo wants to go England. দুটি Clause-এর মধ্যে but বসে একটি Compound Sentence তৈরি করেছে। মনে রাখবেন, Compound Sentence-এ and, but, or দুটি Clause-এর মধ্যে বসে। ৩. Complex Sentence (জটিল বাক্য) : Complex Sentence-এ Compound Sentence-এর মতোই দুটি Clause থাকে। কিন্তু এই দুটি Clause and, but বা or ছাড়া অন্যান্য word দ্বারা যুক্ত থাকে। তবে অন্য word গুলো দুটি Clause-এর মধ্যেও বসতে পারে, Sentence-এর শুরুতেও বসতে পারে। আবার প্রথম Clause-এর Subject-এর ঠিক পরেই বসতে পারে। নিচের তিনটি উদাহরণ থেকে এর সম্পর্কে আপনার ধারণা পরিষ্কার হবে বলে আশা করি : ১. I like what I made. এখানে what দ্বারা Clause দুটি যুক্ত হয়েছে এবং What Clause দুটোর মধ্যে বসেছে। ২. If you come, I will go. এখানে দুটি Clause you come ও I will go-এর শুরুতে If বসে একটি Complex Sentence গঠন করেছে। ৩. The man who came here yesterday is my brother. এখানে প্রথম Clause-এর Subject the man-এর পরে Who বসে দুটি Clause-কে জোড়া দিয়ে একটি Complex Sentence গঠন করেছে।
সহজে ইংরেজি শিখুন-3
আজ According to Meaning বা অর্থানুসারে পাঁচ প্রকার Sentence এর ওপর আলোচনা করা হলো। ১. Assertive Sentence : (বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য) যে Sentence-এ কোনোকিছু সম্পর্কে বর্ণনা বা বিবৃতি থাকে তা Assertive Sentence. Assertive Sentenceকে এক কথায় Statement বলা যায়। যেমন : We are playing cricket. ২. nterrogative Sentence : (প্রশ্নবোধক বাক্য) যে Sentence-এ কোনোকিছু সম্পর্কে প্রশ্ন করা হয় তা-ই Interrogative Sentence. এই Sentence এর শেষে '?' Symbol টি বসে। যেমন : What are you doing? ৩. Imperative Sentence (আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ও প্রস্তাবসূচক বাক্য) যে Sentence-এ কোনোকিছু সম্পর্কে আদেশ, উপদেশ, নিষেধ অনুরোধ বা প্রস্তাব করা বুঝায়, তা-ই Imperative Sentence. Imperative Sentence এর একটি বিশেষ বৈশিষ্ট্য আছে তা হলো, এর সরাসরি কোনো Subject নেই। Subject উহ্য বা Silent থাকে। এর শুরুতেই Verb বা ক্রিয়া থাকে। যেমন : ১. আদেশ বুঝাতে- Shut the window Shut শব্দটি verb এবং তা দিয়েই Sentence শুরু হয়েছে। ২. উপদেশ বুঝাতে- Read attentively. ৩. নিষেধ বুঝাতে- Do not run in the sun. ৪. অনুরোধ বুঝাতে- Please give me a glass of water. ৫. প্রস্তাব বুঝাতে- Let us go out for a walk. ৪. Optative Sentence : (ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য) যে Sentence-এ কোনোকিছু সম্পর্কে ইচ্ছা বা প্রার্থনা করা বুঝায় তাকে Optative sentence বলে। যেমন : May Allah bless you. এই Sentence টি সাধারণত May দ্বারা শুরু হয়। ৫. Exclamatory Sentence : (আবেগ, বিস্ময়, আনন্দ ও দুঃখ প্রকাশক বাক্য) যে Sentence-এ কোনো বিষয় বা বস্তু নিয়ে আবেগ, বিস্ময়, আনন্দ বা দুঃখ প্রকাশিত হয় তাকে Exclamatory Sentence বলে। যেমন : আবেগ প্রকাশে_ What a miserable condition you are facing! ২. বিস্ময় প্রকাশে_ What a beautiful scene its! ৩. আনন্দ প্রকাশে_ Hurrah! We have won the match. ৪. দুঃখ প্রকাশে_ Alas! I am undone. Sentence নিয়ে আলোচনা এখানেই শেষ করছি। আশা করি, যাদের এ বিষয়ে দুর্বলতা ছিল তা কেটে যাবে।
Source: www.bangladesh-pratidin.com
0 Comments